টেকনাফ সীমান্তের অন্য পাশে মিয়ানমারে যুদ্ধ

0
31

কিছুদিন ধরে বাংলোদেশের নাইক্ষংছড়ি, ঘুমধুম বা তমব্রু সীমান্তের অন্যপাশে মিয়ানমারের ভেতরে যে বিদ্রোহীদের সাথে সামরিক জান্তার যে যুদ্ধ চলছিল, তা এখন টেকনাফের শাহপরীর দ্বীপের সীমান্তের অন্যপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। টেকনাফ ও নাফ নদীর অন্য পাশে মংডু শহরের আশেপাশের এলাকা থেকে গত দুই দিন ধরে ভারী গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে যখন সংঘাত শুরু হয়, তখন প্রথম কয়েকদিন সারাদিন ধরেই গুলি আর বোমার আওয়াজ পাওয়া গেছে ঘুমধুম সীমান্তের বাংলাদেশ সংলগ্ন গ্রামগুলো থেকে। সেসব এলাকা মূলত বাংলাদেশের বান্দরবান, কক্সবাজার এবং ভারতের মেঘালয় রাজ্য ঘেষা এলাকা।

এখন গত কয়েকদিন ধরে গুলি আর বোমার শব্দ পাওয়া যাচ্ছে নাফ নদীর কাছাকাছি অবস্থিত সীমান্তবর্তী এলাকা থেকে। শুরুর দিকের মত টানা শব্দ পাওয়া যাচ্ছে না, আওয়াজ আসছে থেমে থেমে। ফলে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিন্স দ্বীপে পর্যটকদের চলাচল কমে গেছে।