নানা আয়োজনে ঢাকায় পালিত হচ্ছে মহান মে দিবস

0
7

সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। বিভিন্ন সংগঠন শ্রমিকদের অধিকার আদায়ে পালন করছে বিভিন্ন কর্মসূচী। এরমধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা। যার মাধ্যমে তুলে ধরা হচ্ছে শ্রমিকদের অধিকারের কথা।

মে দিবস উপলক্ষে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে একে একে শোভাযাত্রা নিয়ে হাজির হয় শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলো।

 হারভাঙ্গা খাটুনির পরও যখন ন্যায্য মূল্য এবং সময়মত টানা না পাওয়ার আক্ষেপ এসব মেহনতি মানুষের।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এসময় শ্রমিকদের দুর্দশার তুলে ধরে শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।

জাতীয় প্রেসক্লাবের ভীতরে বিভিন্ন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা।

আজকের উন্নত-সমৃদ্ধ পৃথিবীর কারিগর এসব অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অব্যাহত রয়েছে নিরন্তর সংগ্রাম।