শসা, লেবুর দাম এখনও চড়া

0
2

 

রমজানের বাজারে এখনো দাপট কমেনি শসা, লেবুর। শসা বিক্রি হচ্ছে একশো টাকায়, লেবুর হালি ৭০ থেকে ৮০ টাকায়। সবজির দাম বিক্রেতারা স্থিতিশীল বললেও ক্রেতারা বলছেন, বেড়ে স্থিতিশীল হওয়ায় প্রকৃত বাজারদর বেশিই।

 

একসময় ৪ টি লেবু কিনতে পাওয়া যেতো ২০ টাকায়। রোজার শুরুর আগেই সেই একটি লেবু কিনতে খরচ হয়েছে ৪ টির সমান টাকা। কোন কোন ক্ষেত্রে তারচেয়েও বেশি।

সেই লেবুর দাম কিছুটা কমলেও হালি বিক্রি হচ্ছে হালি ৭০ থেকে ৮০ টাকায়। লেবুর সাথে যোগ হয়েছে শসা। যা প্রতি কেজি ১০০টাকা।

বিক্রেতারা বলছেন, সবজির দাম এখন স্থিতিশীল। তবে ক্রেতারা বলছেন, এমন দাম অসহনীয়।

ক্রেতারা বলছেন, বাড়েনি আয় বেড়েছে দাম। বাজারে নেই কোন নিয়ন্ত্রণ ব্যবস্থা।