গবেষণায় মনোযোগ দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী

0
33

পাবনার রূপপুরে দ্বিতীয় পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের কার্যালয়ে এক অনুষ্ঠানে, এ কথা জানান সরকারপ্রধান। চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে, গবেষণায় মনোযোগ দেয়ার আহবানও জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিবছর ফেলোশিপ দেয় সরকার। সে ধারাবাহিকতায় এ বছর ৪ হাজার ৭১৭ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান দেয়া হয়।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, নির্বাচিত ৫৪ জনকে ফেলোশিপের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া উৎকর্ষ লাভ করা যায় না। কৃষি নিয়ে গবেষণার কারণে বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ। স্বাস্থ্য গবেষণায় গুরুত্ব দেয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

রূপপুরে প্রথম বিদ্যুৎ প্লান্টের কাজ শেষে, দ্বিতীয়টির প্রস্তুতি নেয়ার কথা বলেন সরকারপ্রধান। বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ উৎক্ষেপণ করার ব্যবস্থা নেয়া হয়েছে।

দেশের সম্পদ দেশেই কাজে লাগানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।