ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহ নামের জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হচ্ছে। যে গতিতে জাহাজ চলছে তাতে করে জাহাজটি সোমালিয়ান উপকূলে পৌঁছাতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাঁচার আকুতি জানিয়ে অডিও বার্তা দিয়েছেন তাদের কেউ কেউ। এদিকে, নৌ প্রতিমন্ত্রী জানিয়েছেন, নাবিকদের উদ্ধারে কাজ করছে সরকার।
আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ । মঙ্গলবার দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে জাহাজটি ভারত মহাসাগর থেকে সোমালিয়া নিয়ে যাওয়ার কাজ শুরু করে দস্যুরা। বর্তমানে জাহাজটি প্রায় পাঁচ নটিক্যাল মাইল গতিতে সোমালিয়ার দিকে এগিয়ে যাচ্ছেবলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সন্ধ্যায় এক অডিও বার্তায় জিম্মি জাহাজের প্রধান কর্মকর্তা আতিক উল্লাহ খান জানান, মুক্তিপন না পেলে তাদের একে একে মেরে ফেলার হুমকিও দেয়া হচ্ছে।
জাহাজে থাকা বাংলাদেশি ২৩ নাবিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
এদিকে দুপুরে সচিবালয়ে নৌ- প্রতিমন্ত্রী জানিয়েছেন, অপহৃত নাবিকদের নিরাপদ রাখতে সব ধরণের চেষ্টা চালাচ্ছে সরকার। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতাও নেয়া হচ্ছে বলে জানান তিনি।
ভারত মহাসাগরে কয়েক দশক ধরে বেশ বেপরোয়া হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা। এর আগে, ২০১০ সালের ডিসেম্বরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় বাংলাদেশি ২৬ নাবিকসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনি। এরপর পরের বছর মার্চে মুক্তিপণের বিনিময়ে তারা উদ্ধার হন।