30 C
Dhaka
Thursday, May 16, 2024

রমজানে প্রতিদিন যে আমল করা যেতে পারে

রমজানে বেশি বেশি সময় ইবাদতে মগ্ন থাকতে প্রতিদিন নিজের সংকল্প এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে কিছু আমলের চেষ্টা করতে হবে। তাহলেই রমজান হবে সার্থক। রমজানে প্রতিদিন যেসব আমল করবেন:

১) প্রতিদিন সময়মতো জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায়ের চেষ্টা করুন।

২) প্রতিদিন ফজর ও ইশার নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায়ের চেষ্টা করুন। বেশির ভাগ মানুষের কাজের সময়ের সাথে এই দুই ওয়াক্তের সম্পৃক্ততা নেই। তাই এ সময় ব্যস্ততা কম। আর এই দুই ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে পুরো রাত নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব প্রদান করা হবে।

৩) প্রতিদিন নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে তারাবি নামাজ পড়ার দৃঢ় প্রতিজ্ঞা করুন। তারাবি নামাজ ফরজ ওয়াজিব না হলেও এর মাধ্যমে বিপুল সওয়াব লাভ হবে এবং আধ্যাত্মিকতা অর্জনে সহায়ক হবে।

৪) রমজান কোরআন নাজিলের মাস। তাই প্রতিদিন ফজরের পর বা দিনের কিছু সময় কোরআন তিলাওয়াতের জন্য নির্ধারিত রাখুন। এ মাসে রাসূল সা. বেশি বেশি তিলাওয়াত করতেন। সাহাবি, পূর্বসূরীদের অনুসরণে বর্তমান সময়ের আলেম এবং ধর্মপরায়ণ ব্যক্তিরাও রমজানে বেশি বেশি তিলাওয়াত করেন। আমাদের সেই চেষ্টা করা উচিত।

৫) প্রত্যেক কাজের আগের দোয়াগুলো ঠিকমতো পড়ার চেষ্টা করুন। যেমন ইফতার, খাবার, বাথরুমে যাওয়া-আসা, ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়াগুলো নিয়মিত পাঠ করুন।

৬) রমজানে সময় কাজে লাগিয়ে কোরআনে ছোট ও গুরুত্বপূর্ণ সূরাগুলো মুখস্ত করার চেষ্টা করুন।

৭) সাধ্যমতো দান-সদকা করুন এবং অসহায় গরিবদের ইফতার-সেহরির খাবারের ব্যবস্থা করার চেষ্টা করুন।

৮) যাদের ওপর জাকাত ফরজ গড়িমসি না করে ঠিকমতো জাকাত আদায় করুন।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Discover more from Index News Bangla

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading