ডিসকাউন্টে এয়ার টিকিট বিক্রি: প্রতারক চক্রের ৩ জন গ্রেপ্তার

0
4

 

ডিসকাউন্টে বিমানের টিকিট বিক্রির নামে চটকদার বিজ্ঞাপন। এরপর তা ফেসবুক পেইজে বুস্ট করে পৌঁছে দেয়া হতো লাখ লাখ মানুষের কাছে। কম টাকায় টিকিট পাওয়ার আশায় যোগাযোগ করতেন প্রবাসীরা। তবে, টিকিট নিয়ে বিমানবন্দরে গেলে দেখা যেতো টিকিট জাল। এমন প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গয়েন্দা পুলিশ।

 

লিটন মিয়া, ২০১২ সালে কুয়েতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। এরপর বাংলাদেশে এসে শুরু করেন ভিসার কাজ। তবে প্রতারিত হয়ে চতুর্থ শ্রেণী পাশ লিটন, নিজেই শুরু করেন প্রতারণা। ভুয়া এজেন্সির নামে ১৫ শতাংশ ছাড়ে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বিক্রি করতেন। তার টিকিট কিনে প্রতারিত হয়েছেন হাজারো প্রবাসী।

 

ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগে চক্রের মূলহোতা লিটনসহ ৩ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। জব্দ করা হয়, অসংখ্য চেক, কার্ড ও টিকিট তৈরির সরঞ্জাম। গোয়েন্দা পুলিশ বলছে, প্রবাসীদের টার্গেট করেই মূল্যছাড়ের প্রলোভন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিটের বিজ্ঞাপন দিতো তারা।

 

সস্তায় অনলাইনে টিকিট কেনার আগে প্রবাসীদের ট্রাভেল এজেন্সি সম্পর্কে যাচাই-বাছাই করার অনুরোধ জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার।

এই চক্রের আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে বলেও জানান তিনি।