35 C
Dhaka
Wednesday, May 15, 2024

সোমালিয়ায় এমভি আব্দুল্লাহ, নজর রাখছে ‘অপারেশন আটলান্টা’

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ, সোমালিয়া উপকূলে নোঙর করেছে। নৌযানটির ওপর নজর রাখছে একটি ইউরোপীয় জাহাজ। জিম্মি দশায় থাকা ২৩ বাংলাদেশি নাবিক সুস্থ আছেন। তাদের মুক্ত করতে দেনদরবার শুরুর খবরও পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। ছিনতাইয়ের এ ঘটনায়, তাদের হাতে জিম্মি হয়ে পড়েন, জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিক।

এরপর থেকেই উৎকণ্ঠা দানা বেঁধেছে। সবশেষ খবর বলছে, জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে গিয়ে, নোঙর করে রেখেছে জলদস্যুরা। এলাকাটি গারাকাদ বন্দরের কাছে।

এদিকে, জলদস্যুরা বিপুল অংকের মুক্তিপণ দাবি করেছে বলে, বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে, বিষয়টি অস্বীকার করেছে এমভি আব্দুল্লাহ জাহাজের মালিক প্রতিষ্ঠান।

সংবাদমাধ্যমের আরেকটি খবরে বলা হচ্ছে, বীমাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জিম্মি ২৩ নাবিককে উদ্ধারে তৎপরতা শুরু করেছে মালিকপক্ষ।

এদিকে, জাহাজটি উদ্ধারে পিছু নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের একটি যুদ্ধজাহাজ। যাদের কার্যক্রম অপারেশন আটলান্টা নামে পরিচিত। পূর্ব আফ্রিকা উপকূলে জলদস্যুতা নির্মূলে কাজ করে তারা। এক বিবৃবিতে এই বাহিনী জানিয়েছে, সোমালিয়া উপকূলে একটি জাহাজ মোতায়েন করেছে তারা।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Discover more from Index News Bangla

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading