রমজান ঘিরে নিত্যপণ্যের দামে আরও আগুন লাগলেও, তা নিয়ন্ত্রণের চেষ্টাতেই আটকে আছে সরকার। এমন অবস্থায়, আবারো হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রীর। বললেন, মৌসুমি ব্যবসায়ীদের ঠেকাবেন, আনবেন শৃঙ্খলা। এদিকে, দ্রব্যমূল্যের চলমান তুঘলকি কাণ্ডে দিশাহারা মানুষ। সোমবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে যান বাণিজ্য প্রতিমন্ত্রী। স্বীকার করলেন, দাম বাড়তি। জানালেন, চেষ্টা করছেন শৃঙ্খলা ফেরানোর।
প্রতিমন্ত্রী বলেন, লাইসেন্স ছাড়া ব্যবসা করলে, নেয়া হবে কঠোর ব্যবস্থা। মৌসুমি বা এক রাতের ব্যবসায়ীদের আর ব্যবসা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি তার।
রোজা এলেই দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া হয়ে পড়ে নিয়ন্ত্রণহীন। অন্যান্য দেশে ভিন্ন চিত্র হলেও, বাংলাদেশে এটাই যেনো নিয়ম। এবারও একই দশা।
দুয়েক দিনের ব্যবধানেই লেবুর হালিতে ২০-৩০ টাকা বাড়তি। বেগুন, শসার কেজিতে বেড়েছে ২০ টাকা। খেজুরের দামও দ্বিগুণ। সব নিত্যপণ্যই জ্বলছে চড়া দামের আগুনে। ইফতার পণ্যের দামে কেনো এতোটা ঊর্ধ্বগতি, বলতে পারছেন না বিক্রেতারাও।এদিকে, ক্ষোভ জানানো ছাড়া, যেনো আর কোনো উপায় নেই ক্রেতার।